• ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০১৮, ১৬:৫৫ অপরাহ্ণ
৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরের রূপাতলীতে ৫ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে খোকন মোল্লা (২০) নামে এক বখাটের বিরুদ্ধে। গত রোববার সন্ধ্যায় রুপাতলীর গ্যাসটারবাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খোকন মোল্লা একই এলাকার মিন্টু মুন্সির বাড়ির ভাড়াটিয়া ফারুক মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, ফারুক মোল্লা ও তার স্ত্রী দিনমজুরের কাজ করেন। বাবা-মা বাসায় না থাকায় এসময় খোকন প্রতিবেশীর ৫ বছরের শিশু কন্যাকে চিপস কিনে দেওয়ার কথা বলে ঘরে নিয়ে আসে। এসময় শিশুটি চিৎকার করলে খোকন পালিয়ে যায়। পরে শিশুটির মা স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যায় খোকনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান খোকনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিম শিশুটিকে পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।