হিজলা প্রতিনিধি ॥ বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের দক্ষিন গুয়াবাড়িয়া গ্রামের খোকন হাওলাদারের বাড়িতে ১০ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে অভিনব পদ্ধতিতে চুরি সংঠটিত হয়েছে। ঘটনাস্থল গিয়ে যানাযায় খোকন হাওলাদারের বসত পাকা ঘরের ছাদে গাছ বেয়ে চোর চক্র উঠে সিড়ি দিয়ে নিচে নামে, খোকন হাওলাদার যে কক্ষে ঘুমিয়ে ছিল সে কক্ষের বাহির দিয়ে আটকে ঘরের ভিতরে থাকা সুকেচ ভেঙে নগদ ৪৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্নালকার নিয়ে ও ১ টি মোবাইল সেট নিয়ে, তাদের ব্যবহৃত কাপর চোপর ও বিভিন্ন কাগজ পত্র ঘরের পিছনের বারান্দায় এয়ে আগুন দিয়ে পালিয়ে যায় চোর চক্র। আগুন দেখে চিৎকার দিলে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রন করে। চুরি না শত্র“তা উদ্ধার এমন প্রশ্নের জবাবে খোকন হাওলাদারের বাবা বলেন, এই জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। আমাদেরকে প্রানে মারার জন্যই ঘরে আগুন দিয়ে জমির দলিল পত্র নিয়ে যায়। হিজলা থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমানকে জানায় অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।