বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে আবারও বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ঝালকাঠি ঈদগাহ মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরিশাল–খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড়ে গিয়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এতে দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধ পরিবহনকারী যানসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচলের সুযোগ রাখা হয়।
এ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, ইসলামি আন্দোলন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মহাসড়ক অবরোধের ফলে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভকারীরা বলেন, শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় এখনো জড়িতদের গ্রেফতার না হওয়া প্রশাসনের ব্যর্থতারই প্রমাণ। যতদিন পর্যন্ত হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা না হবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।
এদিকে একই দাবিতে জেলার নলছিটি উপজেলায়ও জুমার নামাজ শেষে স্থানীয় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।