• ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী নিহত

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২১, ১৫:০০ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী নিহত

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের তুর্য্য ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী মতিন বয়াতি (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার  (৭ জানুয়ারি ) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মতিন বয়াতি ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মৃত্যু আব্দুল গনি মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, মতিন বয়াতির মোটরসাইকেলটিকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে সে মহাসড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মতিন বয়াতির মৃত্যু হয়।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মতিন বয়াতির মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।