• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক শফিক মুন্সির মিডিয়া অ্যাডভোকেসি ট্রেনিং গ্রহণ

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯, ২০:২৪ অপরাহ্ণ
সাংবাদিক শফিক মুন্সির মিডিয়া অ্যাডভোকেসি ট্রেনিং গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : খুলনায় দুইদিন ব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অন মিডিয়া অ্যাডভোকেসি কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন দৈনিক লাখো কন্ঠ পত্রিকার বরিশাল প্রতিনিধি ও দৈনিক খবর বরিশালের বিশেষ প্রতিনিধি শফিক মুন্সি । গত ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠিত এই ট্রেনিং অনুষ্ঠানটি
বেসরকারি সংস্থা টিম এসোসিয়েটস এর তত্ত্বাবধানে এএফপি এবং মেরি স্টোপস এর সহায়তায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর খুলনা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সমাপ্ত এ কর্মশালায় খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও বরিশালের পঁচিশ জন স্থানীয় বিশিষ্ট সাংবাদিক ও উন্নয়ন কর্মী অংশ নেন। কর্মশালার উদ্বোধন ও বিশেষ সেশন পরিচালনা করেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি ও ভারতের তারা টিভির বাংলাদেশ প্রতিনিধি সুধাংশু মল্লিক। এছাড়া বিভিন্ন সেশন ও ক্লাস নেন বিশিষ্ট উন্নয়ন কর্মী মনজুন নাহার এবং গণমাধ্যম ব্যাক্তিত্ব ও প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ এর শিক্ষক পুলক রাহা।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মিডিয়া অ্যাডভোকেসি, পলিসি পরিবর্তনে মিডিয়া অ্যাডভোকেসির ভূমিকা, জার্নালিজম অন পাবলিক হেলথ, ফ্যামিলি প্লানিং ইস্যু ইন জার্নালিজম ইত্যাদি ছাড়াও নিউজ রিপোর্টিং এর বিভিন্ন আধুনিক বিষয়ে তত্বীয় ও প্রয়োগিক শিক্ষা প্রদান করা হয়।

এ ব্যাপারে শফিক মুন্সির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন , ” স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের আন্তর্জাতিক গণমাধ্যম পরিমন্ডলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ কর্মশালা বিশেষ ভূমিকা রেখেছে। সাথে সাথে জনস্বাস্থ্য নিয়ে কাজ করার যেসব ক্ষেত্র সম্পর্কে ধারণা পেয়েছি সেটা যেকোনো সাংবাদিকের ক্যারিয়ারকে নিঃসন্দেহে সমৃদ্ধ করবে। এ ধরণের একটি সুযোগ পাওয়া কে আমি গর্ব বলে মনে করছি “। তিনি এ ধরণের কর্মশালা যেন বরিশালেও করার চেষ্টা করা হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেছেন বলেও জানান।

প্রসংগত, শফিক মুন্সি বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতীয় এবং বরিশালের আঞ্চলিক পত্রিকাতে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের পরিবর্তন ও আধুনিকায়ন নিয়ে লেখালেখি করে যাচ্ছেন।