নিজস্ব প্রতিবেদক।। বরিশালের স্থানীয় দৈনিক দেশজনপদ পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক এস.এন পলাশকে হত্যার হুমকি দেয়ায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ সূত্রে জানা গেছে,সামাজিক যোগাযোগ গনমাধ্যম সোস্যাল মিডিয়া ফেইজবুকের ম্যাসেঞ্জারে (শান্তি শপথে বলিয়ান) নামক আইডি থেকে সাংবাদিক এস এন পলাশের ম্যাসেঞ্জারে চলতি বছরের ২২ মার্চ থেকে গতকাল পর্যন্ত নানান ভয়ভীতি দেখায়। এবং ফোন কল করে তাকে যেখানে পাবে সেখানেই তাকে হত্যা করার হুমকি প্রদান করে। এছাড়াও তার পরিবারের আত্মীয় স্বজনদের নিয়েও অকথ্য ভাষায় গালিগালাজ করে। মৃতঃগৌরাঙ্গ দাসের ছেলে বরিশাল নগরীর ২০ নং ওয়ার্ডের কলেজ এভিনিউর বাসিন্দা। ও বরিশালের স্থানীয় দৈনিক দেশ জনপদ পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক এস এন পলাশ ফেইসবুকের ম্যাসেঞ্জারে নানান হুমকি ধামকির স্কিনসর্ট প্রদর্শন করে আজ বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর থানায় হাজির হয়ে বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কাটাদিয়া গ্রামের বাসিন্দা হুমকি প্রদান করা ফেইসবুক আইডি নাম শান্তি সপথে বলিয়ান আইডির মালিক মিজানসহ অঞ্জাত কিছু লোক উল্লেখ করে আজ দুপুর সোয়া ১২ টায় তার এবং তার পরিবারের জীবনের নিরাপত্তার জন্য লিখিত অভিযোগ দায়ের করেন। সম্প্রতি সাংবাদিক এস এন পলাশের পৈতৃক ভিটার ২৬ শতাংশ জমি রাজেক হাং ও একটি প্রভাবশালী চক্র জবরদখল করে নেয়ায় পায়তারা চালায়। এর প্রেক্ষিতে আদালতে মামলা দায়ের করা হলে আদালত ১৪৪/৪৫ ধারা জারি করে উক্ত জমির উপর। এ বিষয়ে ঐ চক্রটি সাংবাদিক এস এন পলাশকে হত্যা করার পরিকল্পনায় এ ধরনের ভয়ভীতি প্রদান করা সহ হত্যা হুমকির ঘটনা ঘটার আশংকা করছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ প্রক্রিয়ার অপরাধীদের চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ কর্মকর্তারা জানায়।