• ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সঠিক সময়ে পৌঁছানোর জন্য সাইকেল চালিয়ে শুটিং করতে গেলেন সালমান

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০১৯, ১৬:৫৮ অপরাহ্ণ
সঠিক সময়ে পৌঁছানোর জন্য সাইকেল চালিয়ে শুটিং করতে গেলেন সালমান

সালমান খানকে মুম্বাই শহরের রাস্তায় সাইকেল চালাকে দেখা গেছে অনেক আগে। মাঝে মধ্যেই সাইকেল চালান তিনি। তবে এবার আর শখের বসে নয়, প্রয়োজনেই সাইকেল চালিয়ে শুটিং করতে গেলেন সালমান। হঠাৎ সাইকেলেই কেনো শুটিং করতে যেতে হলো তাকে?

আসল ঘটনা জানা গেলো, সঠিক সময়ে শুটিং সেটে পৌঁছানোর জন্যই নাকি সাইকেলে চড়ে শুটিং করতে গেলেন সালমান খান। কয়েক দিন থেকেই মুম্বাই শহরে প্রচুর বৃষ্টি হচ্ছে। রাস্তায় জ্যাম যানজট বেড়ে গেছে। গাড়িতে চড়ে শুটিং সেটে যেতে হলে পথে যানজটে আটকে অনেকে সময় নষ্ট হবে। এই সময় নষ্ট করতে নারাজ সাল্লু ভাই, তাই বাই সাইকেলে চড়ে শুটিং করতে গেলেন তিনি।

সালমান দাবাং সিনেমার শুটিং করতে বের হবেন, সেই সময় খবর পান রাস্তায় ভয়ানক জ্যাম। গাড়ি নিয়ে বের হলে সঠিক সময় সেটে পৌঁছনো অসম্ভব। অথচ সাল্লুকে সঠিক সময়ে শুটিং সেটে পৌঁছতেই হবে। তাই সাইকেল নিয়ে এলেন।

সাইকেল চালিয়ে শুটিং সেটে পৌঁছনোর ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভাইজান। যেখানে সালমানকে মাথায় একটা টুপি পরে সিলভার রঙের সাইকেল চালিয়ে যেতে দেখা যাচ্ছে।

ভিডিওটিতে যে সালমানের পিছনে থাকা নিরাপত্তারক্ষীরা এটি ভিডিও করেছেন সেবিষয়ে কোনও সন্দেহ নেই। ভিডিওটি পোস্টও করা হয়েছে এডিট করার পরেই। রাস্তায় যেতে যেতে ভক্তদের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় ভাইজানকে।