• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমোহনে গ্রাম আদালতের নোটিশ নিয়ে গেলে চৌকিদারের উপর হামলা

admin
প্রকাশিত জুলাই ১, ২০১৯, ১৯:৪৩ অপরাহ্ণ
লালমোহনে গ্রাম আদালতের নোটিশ নিয়ে গেলে চৌকিদারের উপর হামলা

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে গ্রাম আদালতের নোটিশ নিয়ে চৌকিদারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ২৮ জুন সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোফাজ্জল কবিরাজ ও বাদশু হাওলাদারের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি বিরোধ চলে আসছে। মোফাজ্জল কবিরাজ গংরা বাদী হয়ে বাদশু হাওলাদার গংদের বিরুদ্ধে বদরপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা দায়ের করেন।

উক্ত মামলার নোটিশ নিয়ে মাহে আলম চৌকিদার বিবাদী বাদশু হাওলাদার গংদের কাছে গেলে সেখানে জনতা বাজারে বাদশু হাওলাদারের পক্ষে মাহবুব, সজিব, রাকিব, সাখাওত ও বাবুলসহ একদল ক্যাডার বাহিনী তার উপর অতর্কিত হামলা করে এবং তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

আলম চৌকিদার জানান, আমি নোটিশ নিয়ে তাদের কাছে গেলে তারা নোটিশের বিষয়টি শুনে আমাকে অতর্কিত মারপিট শুরু করে। গত বিএনপি সরকারের আমলে এদের অত্যাচার নির্যাতন ও উৎপাতে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে ছিল। বিএনপির ক্যাডাররা এখনো সক্রিয়। আমি এ ঘটনার ন্যায় বিচার দাবি করি।