• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সহ-সভাপতি ফারুক আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০১৭, ১৩:৪৮ অপরাহ্ণ
রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সহ-সভাপতি ফারুক আটক

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফারুক আলম হাওলাদারকে (৪৫) ৫ পিস ইয়াবাসহ আটক করেছে রাজাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে বাগড়ি বাজার এলাকা থেকে আটককৃত ফারুক ইন্দ্রপাশা গ্রামের মৃত মোকলেস উদ্দিন হাওলাদারের ছেলে। রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বরিশালটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ৫পিস ইয়াবাসহ আটক করে রাজাপুর থানার এসআই চাঁন মিয়া বাদি হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করেছে।বাগড়ি ও ইন্দ্রপাশা গ্রামে দীর্ঘদিন ধরে তার নেতৃতে একটি চক্র মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো বলেও জানান এসআই আব্দুস সালাম। এ চক্রের অন্যদেরও গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।’’