• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শোকে স্তব্ধ লালমোহন তজুমুদ্দিন বাসী

রাজধানীতে এমপি শাওনের পিতার দুই জানাজায় শোকাহত মুসল্লীদের ঢল

admin
প্রকাশিত জুলাই ১১, ২০১৯, ২০:৪২ অপরাহ্ণ
রাজধানীতে এমপি শাওনের পিতার দুই জানাজায় শোকাহত মুসল্লীদের ঢল

আরশাদ মামুন, লালমোহন : ঢাকা মহানগর যুবলীগ দক্ষিনের সাবেক সফল সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপির পিতা মরহুম আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে প্রথম জানাজা মধুবাগে ও দ্বিতীয় জানাজা নামাজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ১১ঃ৩০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংসদ সদস্য আলী আজম মুকুল সহ সংসদ সদস্যগন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ সহ কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ,ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট সহ পুরো ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ পরিবার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় সকাল ১০ঃ০০ ঘটিকার সময় ঢাকা রমনা মধুবাগ মাঠে। দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় সকাল ১১ঃ৩০ ঘটিকার সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বাদ আছর ভোলা লালমোহন হাইস্কুল মাঠে। তারপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।