• ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মোটরসাইকেল দুর্ঘটনায় মিশুক ড্রাইভার নিহত

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ণ
মোটরসাইকেল দুর্ঘটনায় মিশুক ড্রাইভার নিহত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের ইয়াকুব সরদারের ছেলে মিশুক ড্রাইভার রফিক সরদার(৩৮) রবিবার ২৮ এপ্রিল আনুমানিক রাত দশটার দিকে বেকুটিয়া ব্রীজ সংলগ্ন মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রফিককে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে সেখান থেকে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

দুর্ঘটনায় সময় নিহত রফিকের মেয়ে স্কুল ছাত্রী ইভা আক্তার (১১) গুরুতর আহত হয় সে বর্তমানে বরিশাল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে চিড়াপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।