• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মালয়েশিয়ায় বিষাক্ত গ্যাসে বাংলাদেশি নিহত

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২০, ১৯:৩৬ অপরাহ্ণ
মালয়েশিয়ায় বিষাক্ত গ্যাসে বাংলাদেশি নিহত

বিডিক্রাইম ডেস্ক:

মালয়েশিয়ার কুয়ালালামপুর জালান পান্তাই পারমাইয়ে বিষাক্ত গ্যাসে এক বাংলাদেশিসহ স্থানীয় দুইজন নিহত হয়েছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার সময় সুয়ারেজ প্ল্যান্ট ট্যাঙ্কের ভেতর বিষাক্ত গ্যাস নির্গত হয়ে তারা মারা যান।

জানা গেছে, ওই গ্যাসের কারণে সেখানে অক্সিজেন না থাকায় দম বন্ধ হয়ে বাংলাদেশিসহ স্থানীয় আরও দুই নাগরিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ২ জন বাংলাদেশি ও একজন পাকিস্তানি আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে মরদেহ রাখা হয়েছে। এমন ঘটনা ঘটেছে স্থানীয় সময় শুক্রবার বিকেল তিনটার দিকে।

নিহত বাংলাদেশির বয়স আনুমানিক ৪২ বছর। তবে নিহত বাংলাদেশিসহ তিন জনের নাম প্রকাশ করা হয়নি।

ব্রিকফিল্ডসের জেলা উপ-পুলিশ প্রধান, সুপারিনটেনডেন্ট বাসরী সাগনি জানান, বিকেল ৩টা ১০ মিনিটে তারা ফায়ার সার্ভিসের কাছ থেকে ঘটনার একটি প্রতিবেদনের আলোকে তদন্ত চলছে।