• ৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা

মনপুরায় মেঘনায় অভিযান পরিচালনা টিমের ওপর হামলা, আহত-২

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ১৯:০২ অপরাহ্ণ
মনপুরায় মেঘনায় অভিযান পরিচালনা টিমের ওপর হামলা, আহত-২

মনপুরা প্রতিনিধি ॥ ভোলার মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় এক জেলে ট্রলার আটকের ঘটনায় স্থানীয়রা ইট-পাটকেল নিক্ষেপ করে অভিযান পরিচালনা টিমের ওপর হামলা করে।

এতে অভিযান পরিচালনা টিমের দুই সদস্য আহত হয়। পরে উপজেলা মৎস্য অফিসের অনুরোধে নৌ-বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে অভিযান পরিচালনা টিমের সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে।

এদিকে এই ঘটনায় এক জেলেসহ জাল ও নৌকা আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে আটককৃত জেলেকে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেন উপজেলা মৎস্য অফিসের অভিযান পরিচালানার দায়িত্বরত ক্ষেত্র সহকারি মোঃ মনির হোসেন।

তবে ওই জেলের নৌকা ও জাল জব্দ করা হয়েছে বলে জানান তিনি। শনিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ভূইয়ার হাট সংল স্লুইস গেট এলাকায় এই ঘটনা ঘটে।

হামলায় আহত দুই জন হলেন, অভিযান পরিচালনা নৌকার মাঝি শরিফুল ও শহিজল মাঝি। আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া জেলে হলেন, মোঃ ইউসুফ মাঝি।

তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা আবদুল মালেক মাঝির ছেলে। জানা যায়, শনিবার রাত ১০ টায় উপজেলার মাষ্টারহাট এলাকার পশ্চিম পাশের মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করছিল ইউসুফ মাঝি।

এই সময় মেঘনায় উপজেলা মৎস্য অফিসের অভিযান পরিচালনাকারী একটি টিম ওই মাঝিকে ধাওয়া করে।

পরে ধাওয়া করে হাজিরহাট ইউনিয়নের ভূইয়ারহাট স্লুইস গেট এলাকায় আটক করে। এই সময় স্থানীয়রা একত্রিত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে অভিযান টিমের ওপর হামলা করে।

এতে দুই সদস্য আহত সহ অভিযান টিমের ১৪ সদস্য অবরুদ্ধ হয়ে পড়ে। পরে উপজেলা মৎস্য অফিস থেকে নৌ-বাহিনীর সহযোগিতা চাওয়া হয়।

পরে নৌবাহিনীরা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে অবরুদ্ধ অভিযান পরিচালনা টিমের ১৪ সদস্যকে উদ্ধার করে।

এই ঘটনায় ইউসুফ মাঝিসহ নৌকা ও জাল আটক করা হয়। পরে ইউসুফ মাঝির কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এই ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য অফিসের দায়িত্বরত ক্ষেত্র অফিস সহকারি মোঃ মনির হোসেন জানান, মনপুরার মেঘনায় অভিযান পরিচালনার জন্য দুইটি টিম করা হয়।

উপজেলা কৃষি অফিসের উপসহকারি কর্মকর্তা মামুনুল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি টিম ট্রলার নিয়ে মেঘনায় অভিযান পরিচালনা করে একটি ট্রলার আটক করে।

ওই সময় স্থানীয় এক থেকে দেড়শত মানুষ অভিযান পরিচালনা টিমের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা করে।

এতে অভিযান পরিচালনা করা ট্রলারে দুই মাঝি আহত হয়। পরে নৌবাহিনী সদস্যদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয় ও টিমের সদস্যদের উদ্ধার করা হয়।

আটককৃত জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, নিষোধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় এক জেলে ট্রলার আটকের ঘটনায় মেঘনায় অভিযান পরিচালনা করা টিমের ওপর ইট-পাটকেল ছুড়ে স্থানীয়রা হামলা করে।

পরে নৌবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করে টিমের সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে। তবে এই ঘটনায় থানায় কোন অভিযোগ করেনি মৎস্য অফিস।