আবদুল্লাহ জুয়েল, মনপুরা॥ ভোলার মনপুরা উপজেলায় বিএনপির বিবাদমান দুই গ্রুপ দীর্ঘদিনের বিরোধ মিটে ধানের শীষ মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নকে বিজয়ী করতে একসাথে বাড়ি বাড়ি গিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছে।
এমনকি ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষনার পর থেকে বিবাধমান দুই গ্রুপ একসাথে সকল রাজনৈতিক প্রোগ্রাম একসাথে পালন করছে। তবে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নের উদ্যোগে দীর্ঘদিনের বিরোধ মিটে একসাথে দলীয় কর্মসূচী ও ভোটের মাঠে প্রচার-প্রচারনা চালাচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও মনপুরা উপজেলা জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য আবদুল মন্নান হাওলাদার।
জানা যায়, ভোল-৪ ( মনপুরা-চরফ্যাসন) আসনে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম সমর্থিত উপজেলা বিএনপির একটি অংশ ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থিত উপজেলা বিএনপির অপর অংশ বিভক্ত হয়ে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। এই আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে মনোনীত হন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি প্রথম এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন পান। এর আগে পাঁচবার এই আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন এই আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।
এইদিকে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের একাধিক নেতা-কর্মীরা জানান, দীর্ঘদিনের বিবেধ ভুলে একসাথে নির্বাচন প্রচার ও রাজনৈতিক কর্মসূচী পালন করতে পেরে তারা বেশ উৎফুল্ল। এছাড়াও দল যাকে নমিশন দিবে তারা তার ভোট করবে, তাই তারা দলের সিদ্ধান্ত মেনে ধানের শীষ প্রতিকের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন।
এইদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিচালনা করতে উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন ও সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুল মন্নান হাওলাদার সমন্বয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও উপজেলার ৫ টি ইউনিয়নে ৪ সদস্যের সমন্বয়ে পৃথক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এছাড়াও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আলাদা কমিটি গঠন করেছে।
সরেজমিনে ও নেতা-কর্মীদের সাথে আলাপ করে জানা যায়, প্রতিদিন সকাল ৮ টায় উপজেলার ৫ টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীদের সমন্বয়ে পৃথক পৃথক টিম বাড়ি বাড়ি গিয়ে লিপলেট, পোস্টার ও ৩১ দফার লিপলেট বিতরণ করে। পরে বিকেল ৪ টায় বিএনপি, যুবদল, স্বেচ্ছেসেবকদল ও ছাত্রদলের নেতারা উঠান বৈঠক করে ধানের শীষ প্রতীকে ভোট চান। পরে সন্ধ্যা হলে হাট বাজারে ফের লিপলেট বিতরণ করে ভোট চান নেতা-কর্মীরা।
এই ব্যাপারে উপজেলা স্বেচ্ছােসবক দলের সদস্য সচিব হোসেন হাওলাদার ও উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির জানান, দীর্ঘদিনের বিবেধ ভুলে একসাথে ধানের শীষ প্রতিকে ভোট করায় তারা বেশ উৎফুল্ল। এছাড়া সকাল থেকে সন্ধ্যা অবধি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতিকে ভোট চাচ্ছেন নেতা-কর্মীরা।
এই ব্যাপারে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন ( সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সমর্থিত) জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আসনে দলীয় প্রার্থী হিসাবে নুরুল
ইসলাম নয়নকে মনোনয়ন দিয়েছেন। তাই তার বিবেধ ভুলে ধানের শীষ প্রতিকে প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করছেন।
এই ব্যাপারে ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনপুরা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবদুল মান্নান হাওলাদার ( নুরুল ইসলাম নয়ন সমর্থিত) জানান, কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও দলের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নের উদ্যোগে উপজেলা বিএনপি সহ সকল সংগঠনের নেতা-কর্মীরা বিরোধ ভুলে একসাথে ধানের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দিন-রাত কাজ করে যাচ্ছেন।