মনপুরা প্রতিনিধি ॥ ভোলার মনপুরায় ইসলামী আন্দোলনের নেতা ও মসজিদের ইমাম দুই বছরের শিশু সন্তান পুকুরের পানিতে পড়ে মৃত্যুবরণ করে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চরফ্যাসন উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।
মৃত শিশুটি হলেন, উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার জামে মসজিদের ইমাম ও উপজেলা ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাও. আবদুল মতিন ফয়েজির দুই বছরের শিশু সন্তান হুজাইফা।
জানা যায়, শনিবার দুপুর ২ টায় বাড়ির পুকুরের পড়ে যায় নিহত শিশু হুজাইফা। পরে খোঁজাখুজিরজ পর পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্পীডবোটযোগে চরফ্যাসন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নিয়ে যাওয়ার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, ইসলামী আন্দোলনের নেতার শিশু সন্তান পানিতে পড়ে মৃত্যুর খবর পেয়েছি।