• ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

ভোলায় হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ১৬:৫১ অপরাহ্ণ
ভোলায় হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র সংগ্রহ

ইউসুফ হোসেন অনিক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো: হাফিজ ইব্রাহিম মনোয়ন পত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের কাছ থেকে হাফিজ ইব্রাহিমের পক্ষে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির নেতারা এ মনোয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব এ্যাড. কাজী মো: আজম, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির উপদেষ্টা আল ইমরান খোকন, যুগ্ন আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, হাফিজ ইব্রাহিমের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আকবর হাওলাদার, দৌলতখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর পিন্টু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, সহ সভাপতি আঃ রব হাওলাদার, বশির আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন, শাহাবুদ্দিন বাচ্চু সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খান বলেন, আমরা ভোলা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের পক্ষে মনোয়নপত্র উত্তোলন করেছি। আমরা লক্ষ্য করছি যে, সারাদেশে এ নির্বাচন বানচাল করার জন্য ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান সরকারের এবং নির্বাচন কমিশনের দ্রুত যে সব সন্ত্রাসী রয়েছে অর্থ দানকারীরা যারা রয়েছে এবং আজ যারা বিভিন্ন পরিকল্পনা করছেন নির্বাচন বানচাল করার জন্য সেগুলো চিহ্নিত করা দরকার। নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, বাধাগ্রস্ত যেন না হয় সেজন্য নির্বাচন কমিশন ও সরকারকে আমরা অনুরোধ জানাই।

প্রার্থীর নিরাপত্তা নিয়ে কোনো সংকট আছে কি না জানতে চাইলে সরোয়ার আলম খান বলেন, দেখুন হাফিজ ইব্রাহিম এই আসনে খুবই জনপ্রিয় তিনি এই আসন থেকে এমপি ছিলেন। আমরা মনে করি, দৌলতখান বোরহানউদ্দিনের মানুষ শান্তিপ্রিয়। তবে এ আসনে বিশৃঙ্খলা করার জন্য আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারা পরিবেশ কিছুটা হলেও খর্ব করার চেষ্টা করবে। আমরা আশাকরি সামনের নির্বাচন উৎসবমুখর হবে এবং শান্তিপূর্ণ হবে। জনগণ এবং ভোটাররা স্বতস্ফুর্তভাবে ভোট দেবে। এটাই আমাদের বিএনপির আশা এবং আকাঙ্ক্ষা। আমরা মনে করি এ নির্বাচনে ষড়যন্ত্রকারীরা কোনো সমস্যা করতে পারবে না। তারা যদি কোনো সমস্যা সৃষ্টি করে জনগণকে নিয়ে বিএনপি তা প্রতিহত করবে।