• ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই রজব, ১৪৪৭ হিজরি

ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ১৭:৫১ অপরাহ্ণ
ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ

তৃতীয় ধাপের হালনাগাদের পর খসড়া ভোটার তালিকায় ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

ইসি সচিব বলেন, দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।