• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাটিখানায় জমজমাট ফনির ইয়াবা বাণিজ্য

admin
প্রকাশিত মে ৮, ২০১৮, ০৩:৫৫ পূর্বাহ্ণ
ভাটিখানায় জমজমাট ফনির ইয়াবা বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক।।
নগরীর ভাটিখানা জোড় মসজিদ সংলগ্ন রোকেয়া আজিম সড়কে হান্নান মিয়ার তিন পূত্রের জমজমাট মাদক বাণিজ্য। মাদক নিয়ে একাধিক বার আটক হলেও মুক্ত হয়ে আবার বহাল তবিয়তে হান্নান মিয়ার তিন ছেলে। (১) ফনি ওরফে রাছেল ফনি (২) পাপলু (৩) রানা। এলাকার একাধিক সূত্রে জানা যায় ফনি বেশির ভাগ সময় কক্স বাজার চট্টগ্রাম ঢাকা থেকে তার অপর দুই ভাইকে দিয়ে বরিশালের মাদক বাণিজ্য পরিচালনা করেন। ফনি চট্টগ্রাম ও ঢাকায় একাধিক বার ইয়াবার চালান নিয়ে আটক হয়, বর্তমানে ঢাকায় একটি ১১’শ পিচ ইয়াবা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তাই বরিশালে গাঢাকা দিয়ে তার দুই ভাই পাপলু ও রানা কে দিয়ে ইয়াবার পাইকারি ব্যাবসা চালিয়ে যাচ্ছে । কিছুদিন পূর্বে বরিশাল মেট্রো ডিবি ফনির বাসায় রেড দিয়ে আটক করলেও অঞ্জাত কারনে ছেড়ে দেয়।