• ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিমানবন্দর থেকে সাবেক সচিব ইসমাইল হোসেন গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৪, ১৬:৫১ অপরাহ্ণ
বিমানবন্দর থেকে সাবেক সচিব ইসমাইল হোসেন গ্রেফতার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বাধ্যতামূলক অবসরে পাঠানো সাবেক সচিব ইসমাইল হোসেনকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ জানান, বিমানবন্দর টার্মিনাল থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে শনিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।