• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিদ্যুত চুরির অভিযোগে বরিশালে অটোরিক্সার গ্যারেজে অভিযান

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০১৭, ১৩:০৯ অপরাহ্ণ
বিদ্যুত চুরির অভিযোগে বরিশালে অটোরিক্সার গ্যারেজে অভিযান

অবৈধভাবে ব্যাটারিচালিত অটোরিক্সা চার্জ দেয়ার অভিযোগে বরিশাল নগরের রুপাতলী এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়েছে বিদ্যুত বিভাগ। কোতোয়ালি মডেল থানা পুলিশের সহযোগীতায় আজ দুপুরে রুপাতলী এলাকার উকিল বাড়ি সড়কে মোঃ ইলিয়াস হোসেন ওই গ্যারেজে অভিযান চালায় ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো-১)। এসময় প্রায় ৮০ টি গাড়ি চার্জ দেওয়ার ওই গ্যারেজটি থেকে অটোরিক্সার ৬১ টি ব্যাটারি চার্জার, সার্ভিস তার ২০ মিটার ও অন্যান্য লোডের তার ২০ মিটার জব্দ করা হয়। এছাড়াও গ্যারেজটিতে মিটারবিহীনভাবে অবৈধ সংযোগ ব্যবহারের পাশাপাশি বিদ্যুত চুরির নানান কৌশল পরিলক্ষিত হয়। বিষয়টি নিশ্চিত করে ফিডার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, উকিলবাড়ি সড়কের বাসিন্দা মৃত করিম আলী মাঝি’র ছেলে মোঃ ইলিয়াস হোসেনের নামে এই গ্যারেজটিতে একটি বৈদ্যুতিক মিটারের সংযোগ রয়েছে। তবে এর বাহিরে গ্যারেজটিতে মিটার ছাড়া সরাসরি লাইন দিয়ে বিদ্যুত ব্যবহার ও সার্ভিস তার ট্যাপ করে ৪ জায়গা থেকে বিদ্যুত চুরি করে আসছিলো। আজ অভিযানের সময় মিটার বিহীন অবৈধ সংযোগ থেকে ১৫ টি অটো একত্রে চার্জরত অবস্থায় পাওয়া যায়। বর্তমানে এখানে থাকা বৈদুতিক মালামাল জব্দ করা হয়েছে। তবে অভিযানের পূর্বে সবাই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তিনি জানান, এ ঘটনায় বিদ্যুত আইনে নিয়মিতো মামলার পাশাপাশি চুরি হওয়া বিদ্যুতের মূ্ল্যের রিকোভারি হিসেবে জরিমানাও করা হবে।