নিজস্ব প্রতিবেদক ॥
আসছে ৪ জুলাই বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা মহোৎসব-২০১৯ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বরিশাল মেট্টোপলিটন পুলিশের সাথে বরিশাল পূজা উদযাপন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ২ জুলাই বিএমপি পুলিশের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএমপি পুলিশের কমিশনার শাহাবুদ্দীন খান বিপিএম-বার। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিএমপি পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা।
এসময় পুলিশ কমিশনার বলেন, এই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা মহোৎসব-২০১৯ উপলক্ষে মেট্টোপলিটন পুলিশ নিরাপত্তা দিয়ে যাবে। কোন প্রকার অপ্রতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারীতে থাকবে নগরী।