• ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নির্বাচনি দায়িত্ব সম্পাদনে

বরিশাল মহানগর পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিকরণে প্রশিক্ষণ

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৫, ১৬:৫৪ অপরাহ্ণ
বরিশাল মহানগর পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিকরণে প্রশিক্ষণ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ‘দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ সংক্রান্ত ১ম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।

বিএমপি’র পুলিশ লাইন্স ট্রেনিং ইউনিটে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

তিনদিন মেয়াদি এই প্রশিক্ষণে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত পুলিশ পরিদর্শক থেকে কনস্টেবল পর্যন্ত মোট ৫০ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেছেন।

প্রশিক্ষণার্থীদের নির্বাচনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

বিএমপি কমিশনার বলেন, “বরিশাল মেট্রোপলিটন পুলিশ সর্বদা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে। নির্বাচনের সময় জনগণ যাতে নিশ্চিন্তে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে সে লক্ষ্যে আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।

জাতীয় ও স্থানীয় নির্বাচনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য পুলিশের দক্ষতা, সততা ও নিষ্ঠা অপরিহার্য। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পুলিশের দায়িত্ব পালনে আত্মবিশ্বাস ও সক্ষমতা বাড়াবে।

কমিশনার জানান, এ প্রশিক্ষণ নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন (পিপিএম) ও সংশ্লিষ্ট প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।