নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে জাতীয় তথ্য ও যোগাযোগ দিবস কনর্সাট ফর আইসিটি সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ যুবকে আটক করছে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ। বরিশাল শহরের বঙ্গবন্ধু উদ্যানে জাতীয় তথ্য ও যোগাযোগ দিবসে বিভাগীয় প্রশাসন আয়োজিত কনর্সাট ফর আইসিটি অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। আটকরা হলেন- বরিশাল শহরের তালতলী এলাকার বাসিন্দা আব্দুল খালেক হাওলাদারের ছেলে হাফিজুল, ১০ নম্বর ওয়ার্ডের রাজ্জাক স্মৃতি কলোনী বাসিন্দা রাহিমা বেগমের ছেলে সুজন এবং একই এলাকার রাশিদা বেগমের ছেলে নাইম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- অনুষ্ঠান চলাকালে ১০ থেকে ১৫ যুবক মদ্যপান করে মাতলামি করেন। একপার্যায়ে তারা একত্রিত হয়ে অনুষ্ঠান মঞ্চের পাশের বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করেন। ওই সময় তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন বলেন- মদ্যপান অবস্থায় অনুষ্ঠানের প্রায় ৮ থেকে ১০টি চেয়ার ভাঙচুর করেন। পরে ওই স্থান থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’