শফিক বাবু ॥ নগরীতে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে আবু সালেহ (১৬) নামে এক স্কুলছাত্রকে লোহার রড পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ কিশোর। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে শহরের সাগরদী শেরেবাংলা সড়কে এই ঘটনা ঘটে। নিহত আবু সালেহ বরিশাল নগরীর নুরিয়া হাই স্কুলের দশম শ্রেনির শিক্ষার্থী ছিল। খবর পেয়ে বরিশাল মেট্রেপালিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি শাহ্ মো. আওলাদ হোসেন ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু এর আগেই হামলাকারী একই এলাকার বাসিন্দা আতাউর রহমানের ছেলে হৃদয় তাদের ঘরে তালাবদ্ধ করে পালিয়ে গেছে। এই ব্যাপারে সাব-ইন্সপেক্টর ফিরোজ আল মামুন জানান, আসামী ধরার জোর তৎপরতা চলছে।