• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল চরকাউয়ায় আগুনে পুড়ে গেছে ৪ টি দোকান

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০১৭, ১৩:১৩ অপরাহ্ণ
বরিশাল চরকাউয়ায় আগুনে পুড়ে গেছে ৪ টি দোকান

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের আগুনে ৪ টি দোকান পুরে গেছে। ভোরে চরকাউয়া খেয়াঘাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে সর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, ভোরে হঠাৎ করেই বাজারের তালুকদার বাড়ির সামনের ওই দোকানগুলোতে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু এরই মধ্যে হারুনে মুদি দোকান, সেলিম হাওলাদারের চায়ের দোকান পুরোপুরি ভষ্মিভূত হয়ে যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয় হুমায়ুনের ও আলমগীরের দুটি মেকানিক্যাল গ্যারেজ। ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আলাউদ্দিন জানান, খবর পেয়ে তাদের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে তার আগেই ৩ টি দোকানঘর পুরোপুরি ভষ্মিভূত হয়।  তিনি জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সর্টসার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটেছে। পাশাপাশি এখনো ক্ষয়ক্ষতির পরিমান হিসেব করা সম্ভব হয়নি। তবে স্থানীয় ব্যবসায়ীদের দাবী এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।