• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০১৮, ১৭:০৮ অপরাহ্ণ
বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

নিজস্ব প্রতিবেদক ॥ স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরধরে পরিকল্পিতভাবে হাকিম বেপারী ওরফে বাদশা নামের এক প্রবাসীকে খুন করেছে তার স্ত্রী মর্জিনা বেগম। নিহতের লাশের ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক স্ত্রী মর্জিনা বেগমকে (৪০) আটক করেছে। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর গ্রামের। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বিগত দশ বছর পূর্বে প্রবাস জীবন শেষ করে দেশে ফেরা তিন সস্তানের জনক হাকিম বেপারী ওরফে বাদশার (৫৫) সাথে গৃহ পরিচারিকা অজুফা বেগমের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। অতিসম্প্রতি বাদশা তার বসত ঘরের সামনে অজুফাকে থাকার জন্য আরেকটি ঘর নির্মান করে দেয়। বিষয়টি নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে চরম দাম্পত্য কলহ চলে আসছিলো। এ ঘটনার জেরধরেই বৃহস্পতিবার রাতে পরিকল্পিতভাবে স্ত্রী মর্জিনা বেগম তার স্বামী হাকিম বেপারী ওরফে বাদশাকে খুন করে। খবর পেয়ে আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ এবং ওইদিন রাতেই ঘাতক স্ত্রী মর্জিনা বেগমকে আটক করেছে। বাবুগঞ্জ থানার ওসি আব্দুস সালাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে কিছু বলা যাচ্ছেনা। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।