• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে রিফাত হত্যা ও রসুলপুরে শিশু ধর্ষন বিচারের দাবীতে মানববন্ধন

admin
প্রকাশিত জুন ৩০, ২০১৯, ১৩:১১ অপরাহ্ণ
বরিশালে রিফাত হত্যা ও রসুলপুরে শিশু ধর্ষন বিচারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : বরগুনার রিফাত হত্যা ও বরিশাল নগরীর রসুলপুরে শিশু ধর্ষনের প্রতিবাদে এবং এর বিচার দাবীতে বরিশালে মানববন্ধন করা হয়েছে।

আজ (৩০ জুন) বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন করা হয়।

এসময় বক্তারা এধরনের ন্যাক্কার জনক ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নিলিমা জাহান, বিশ্ববিদ্যালয় আহ্বায়ক হাসিবুল ইসলামসহ অন্যরা।