নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট এলাকার ইউপি সদস্য হুমায়ুন কবির কামালের কারিশমায় ফেঁসে গেলো নিরপরাধ ইউসুফ শিকদার নামের এক গাছ ব্যবসায়ী। জানা গেছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশাল সদর উপজেলার বিশারদ গ্রামের শাজাহান হাওলাদারের একটি গাভি গরু চুরি হয়। ঘটনাটি হাওয়া গরুটি গত শুক্রবার বিকেলে বরিশাল নগরীর চাঁদমারি এলাকা থেকে উদ্ধার করে শাজাহান এর স্বজনরা।
উদ্ধার করা গাভি গরুটা ছিলো ছোট মিনি পিকআপে। সূত্রে জানা গেছে গরুটি ওই গাড়িতে করেই চোর চক্র নিয়ে বরিশালে। তখন পিকআপ ড্রাইভার প্রসেনজিত শিকার করে পুরো ঘটনা। এর পরে পিকআপের ড্রাইভারকে আটক করে জনতা। আটকের পর পিক-আপের ড্রাইভার জানায় আল আমিন নামের এক ব্যাক্তি তাকে গাড়ির ট্রিপের জন্য ফোন করে বলেন। সেই আল আমিন টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বিশারদ গ্রামের ইউসুফ শিকদারের পুত্র। সেখানে গিয়ে হাজির হন বন্দর থানার এসআই বারেক। তিনি গিয়ে পুরো ঘটনা শুনে গরু ও গরুচোরকে নিয়ে থানায় গেলে বন্দর থানার অফিসার ইনচার্জ মামলা দায়েরের নির্দেশ দেন ইউপি সদস্য হুমায়ুন কবির কামালকে।
মামলার বাদী হন শাহজাহান হাওলাদারের স্ত্রী শানু বেগম। গত ইউপি নির্বাচনের সময় হুমায়ুন কবির কামালের পক্ষ না করার কারনে হুমায়ুন কবির কামাল গরু চোর খ্যাত আল আমিনের পিতা ইউসুফ শিকদারকে ৩ নং আসামী করে মামলা দায়ের করেন। নির্বাচনী সমস্যার সমাধান এভাবেই বুঝিয়ে দিলে ইউপি সদস্য কামাল। আল-আমিনের পিতাকে আসামী করার সংবাদ এলাকায় ছড়িয়ে পরলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।
এবিষয় বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা হয়দার বলেন, নিরপরাধ কাউকে আসামী করা হলে সেটা আমরা তদন্ত করে দেখবো। আসামী করেছে মামলার বাদী আমার কোন কিছু করার নেই। তবে এঘটনায় কোন নিরপরাধকে আইনের আওতায় আনা হবে না।