বরিশালে সচেতন ও দায়িত্বশীল নাগরিকমহল এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নিরাপদ সড়ক নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বরিশালের ইউরো কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। দ্যা এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতা ও ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস(এফসিডিও)’ এর অর্থায়নে এ সভার আয়োজন করে লাল সবুজ সোসাইটি।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় প্রতিরোধ, ট্রাফিক আইন বাস্তবায়ন, পথচারী ও যানবাহন ব্যবহারকারীদের নিরাপত্তা, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ টাউনহল মিটিংয়ে সরকারি সংস্থা, ট্রাফিক বিভাগ, পরিবহন খাতের প্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক, যুব সংগঠন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী, শ্রমিকরা অংশগ্রহণ করেন। আলোচকরা দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করা, সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা এবং আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, “সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছর দুর্ঘটনায় বহু হতাহতের খবর দেখা যায়। একটু সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল আচরণ এ সংখ্যা কমিয়ে আনতে সহায়তা করবে।”
এ সময় তারা নিরাপদ সড়কের প্রয়োজনীয়তা উল্লেখ করে আরো বলেন, “নিরাপদ নিশ্চিতে নাগরিক সমাজের যে ধরনের ভূমিকা পালন করতে হবে তা সবাইকে জানানো অত্যন্ত জরুরি। সড়ক তৈরি ও এর নিরাপদ ব্যবস্থাপনায় মনোযোগ দেয়া ও সঠিকভাবে তা আদায় ও পালন করতে পারলে এত দুর্ঘটনা ও হতাহতের মত ঘটনা ঘটতো না।”
আয়োজকেরা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ শুধু অবকাঠামোগত উন্নয়নের বিষয় নয়, এটি সামাজিক দায়িত্বও। এ আয়োজনে প্রাপ্ত সুপারিশসমূহ সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হবে।
এছাড়াও লাল সবুজ সোসাইটি ভবিষ্যতেও নিরাপদ সড়ক, জনসচেতনতা ও নাগরিক অধিকার বিষয়গুলো নিয়ে কাজ চালিয়ে যাবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন।
এ টাউনহল সভায় উপস্থিত ছিলেন, বরিশাল দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, বরিশাল-৫ আসনের এনসিপি মনোনীত প্রার্থী নুরুল হুদা মিলু চৌধুরি, বরিশাল মহানগর বাসদের সদস্য সচিব ডা: মনিষা চৌধুরী, গণপরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুজ্জামান, বরিশাল ট্রাফিক পুলিশ এএসপি রতন চন্দ্র, বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বশীল ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।