নিজস্ব প্রতিবেদক ॥ দার্শনিক আরজ আলী মাতুব্বরের স্মৃতি ধরে লাখার জন্য তার বসতভিটা বরিশালের চরবাড়ীয়ার লামচরীতে আরজ আলী স্মৃতি যাদুঘর নির্মানের কাজ শুরু হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিনের উদ্যোগে এবং জনবিঞ্জান ফাউন্ডেশন পরিকল্পনায় এই যাদুঘর নির্মান করা হচ্ছে । গতকাল বিকেলে বরিশাল মেট্রেপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন এই স্মৃতি যাদুঘরের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময়ে অন্যদের মধ্যে জনবিঞ্জান ফাউন্ডেশনের চেয়ারম্যান আরজ আলী গবেষক মোঃ আইউব হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিনার মোঃ হাবিবুর রহমান, দার্শনিক আরজ আলী পাবলিক লাইব্রেরীর সভাপতি আজিজুর রহমান খোকন বক্তৃতা করেন । বরিশালের অপসোনিন ফার্মার আর্থিক সহযোগীতায় এই স্মৃতি যাদুঘরটি নির্মান করা হচ্ছে ।