নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের(ডিবি) অভিযানে ৩৫ পিচ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে। আজ সন্ধ্যা সাড়ে ৭ টারদিকে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই রেহান উদ্দিন অভিযানটি পরিচালনা করেন। বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের প্রেস বিজ্ঞপ্তীতে এ তথ্য নিশ্চিত করে।
সূত্র জানা গেছে বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ডস্থ আলমগীর ম্যানশন এর ৪র্থ তলা বিশিষ্ট বিল্ডিংয়ের ৪র্থ তলায় উত্তর পূর্ব পাশের টি-২নং ফ্লাটের ভাড়াটিয়া বাসার প্রথম কক্ষের মধ্যে হইতে মোসাঃ হামিদা আফরোজ সুমি (৩১), পিং- মৃত শাহজাহান আকন, স্বামী-মোঃ নাসির উদ্দিন, বর্তমান সাং- আলমগীর ম্যানশন হোল্ডিং নং-৫২১, ভূইয়া সড়ক, ইছাকাঠী, কাশিপুর, ২৯নং ওয়ার্ড, থানা-এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল (স্থায়ী ঠিকানা-ভাসমান কে আটক করে।
এদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।