• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে ছাত্রদলের মিছিলে পুলিশি বাঁধা

admin
প্রকাশিত এপ্রিল ২৬, ২০১৮, ০৯:৫৬ পূর্বাহ্ণ
বরিশালে ছাত্রদলের মিছিলে পুলিশি বাঁধা

নিজস্ব প্রতিবেদক।
বিএনপি চেয়ারপারর্সন দেশনেত্রী, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্বে ষড়যন্ত্রমুলক দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশের বাধার মুখে পন্ড হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কারান্তরীন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়ে কেন্দ্রীয় ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টাউন হল পুলিশ বক্স পর্যন্ত আসলে পুলিশের বাধার মুখে পড়ে পন্ড হয়ে যায়। এর পূর্বে দলীয় কার্যলয়ের সামনে আফরোজা খানম নাসরিনের সভাপতিত্বে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদল সদস্য ইয়াছিন আরাফান মিন্টু, বরিশাল মহানগর ছাত্রদল যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম জনি, জেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক আরিফুর রহমান মুন্না, জেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক মাহফুজুল আলম মিঠু, আখতারুজ্জামান সাব্বির, হুমাউন কবীর, ছাত্র নেতা সোহেল রাড়ি, রুবেল, তরিকুল ইসলাম তরিক,নাইমুল হাসান সোহেল, ইলিয়াস তালুকদার, তারেক আল ইমরান,নাজমুল হাসান বাপ্পি, চুন্নু মৃধা ছাড়াও বরিশাল বিশ্ব বিদ্যালয় ও ব্রজমোহন কলেজ শাখার ছাত্রদল নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।