• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৪৮

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২, ২০২১, ১৭:১৯ অপরাহ্ণ
বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৪৮

বিডি ক্রাইম ডেস্ক॥ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬ জন এবং বরিশাল জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এ নিয়ে গোটা বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩১২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

এই সময়ে ৭১৪ জনের নমুনা পরীক্ষা ২৪৮ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৭৩ শতাংশ। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ১৩৪ জন।
বিজ্ঞাপন

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৮ হাজার ১৩৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৫ জন।

 

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ১১১ জন নিয়ে মোট ৭ হাজার ৯৮৯ জন, পটুয়াখালী জেলায় নতুন ১৮ জন নিয়ে মোট ২৫০৩ জন, ভোলা জেলায় নতুন ৮ জন নিয়ে মোট ২০৬৮ জন,

 

পিরোজপুর জেলায় নতুন ৫৬ জন নিয়ে মোট ২৩৩১ জন, বরগুনা জেলায় নতুন ২৩ জন নি‌য়ে মোট আক্রান্ত ১৪৬৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৩২ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭৮ জন।

 

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানিয়েছেন, বিগত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল) পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩১ জন ও করোনা ওয়ার্ডে ১১ জন ভর্তি হয়েছেন।

 

যা নিয়ে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৬৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৩৩ জনের করোনা পজেটিভ এবং ১৩২ জন আইসোলেশনে রয়েছে।