• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে আদালতের নিষেদাজ্ঞা অমান্য করে গাছ ও ধান লুট করেছে ভূমিদস্যুরা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৭, ১৩:০৪ অপরাহ্ণ
বরিশালে আদালতের নিষেদাজ্ঞা অমান্য করে গাছ ও ধান লুট করেছে ভূমিদস্যুরা

নিজস্ব প্রতিবেদক ॥ আদালতের নিষেদাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর গ্রামের বাসিন্দা রিজিয়া বেগম, আজিজুল হক,কালু জোমাদ্দারের , মকবুল হোসেন ও তার ২ পুত্র সাইফুল ও জহিরুল হকের বিরুদ্ধে। সূত্রে জানা গেছে, র্দীঘ ১৫ বছর যাবৎ আজিজ খা’র পত্তিক সম্পতি দখল করে আসছেন একই এলাকার আজিজুল ও মকবুল বাহিনী। পরে আজিজ খা আদালতে দুইটি মামলা দায়ের করলে রায় আজিজ খা’র পক্ষে আসে। আদালতের রায়ের খবর শুনে ভূমিদস্যু বাহিনী আদালতের রায়কে অমান্য করে বাদিকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আদালতে একটি না রাজি দাখিল করেন। আজিজ খা’র পৈত্রিক সম্পতির প্রায় ২ লক্ষাধিক টাকা গাছ কর্তন করে ঐ দখলকারীরা। অভিযোগকারী মিঠু জানায়, তার নানা আজিজ খা’র পৈত্রিক সম্পতি র্দীঘ দিন যাবৎ দখল করে রয়েছেন রিজিয়া বেগম,আজিজুল হক,কালু জোমাদ্দার, মকবুল হোসেন ও তার ২ পুত্র সাইফুল ও জহিরুল বাহিনী। জমি দখলে আমি বাধা দিলে আমাকে হত্যার হুমকি দেয় ভূমিদস্যুরা। তিনি আরো জানায়, মামলায় আমার নানা আজিজ খা’র পক্ষে রায় পাওয়ার খবর শুনেই ভূমিদ্যুসরা বেপোয়ারা হয়ে উঠেছে ও আমাদের জমির গাছ ও ফলস জমির ধান কেটে নিয়ে যায়। এতে আমি বাধা দিলে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। পরে মিঠু বাদী হয়ে বরিশাল কাউনিয়া থানায় একটি অভিযোগ দাখিল করেন। স্থানীয় সূত্রে আরো জানাগেছে, ভূমিদস্যু আজিজুল ও মকবুল বাহিনী শুধু তাদের জমিই দখল করেনি এলাকায় গরীব আরো আয়েক জন ব্যাক্তি জমিও দখল করেছে। বর্তমানে তারা এলাকায় বেপোয়া হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তাদের টাকার গরমে কেউ কিছুই বলতে পারছেনা।