অনলাইন ডেস্ক : টঙ্গীতে একাধারে চার শিশুর সিরিজ ধর্ষণকারী জসিম উদ্দিন (৫৫) কে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। স্হানীয় জনতা বৃহস্পতিবার রাতে টঙ্গীর দত্তপাড়া বনমালা টেকপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। চতুর্থ শিশুটিকে ধর্ষণ করার পর পর শিশুটি অসুস্হ হয়ে পড়লে এলাকায় ধর্ষণের ঘটনাটি জানাজানি হয় আর তখনই সিরিজ ধর্ষণের ঘটনাটি ধরা পড়ে। ধর্ষিত ৪ শিশুকে স্হানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ধর্ষিতা শিশুদের বয়স যথাক্রমে ৮, ৬, ৪, ও ৬ বছর। এদের মধ্যে একই পরিবারের দুই শিশু রয়েছে। অভিযুক্ত ধর্ষক জসিমের দেশের বাড়ি বরিশাল জেলার কর্নকাঠি গ্রামে। বাবার নাম আমজাদ হোসেন। সে টঙ্গীর বনমালা টেকপড়া এলাকায় ভাড়া বাসায় থেকে মুদি দোকানের ব্যবসা করে। ধর্ষিত শিশুদের পরিবার ও টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি কামাল হেসেন ধর্ষকের জবানবন্দীর উদৃতি দিয়ে জানান, সিরিজ ধর্ষণকারী জসিম, তার দোকানে আসা মহল্লার শিশুদের বিস্কুট, চকলেট, খেলনা ও ২০/৫০ টাকা দেয়ার লোভ দেখিয়ে নিজ ভাড়া বাসায় নিয়ে শিশুদের ধর্ষণ করে ছেড়ে দিতো।
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৪ দিন একাধারে একের পর এক ৪ শিশুকে ধর্ষণ করে আসছিল জসিম। শিশুরা খেলনাপাতি ও টাকার লোভে ধর্ষণের ঘটনা বাসায় প্রকাশ করতো না। কিন্তু বৃহস্পতিবার এক শিশুকে (৬) ধর্ষণ করার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের ঘটনাটি এলাকায় জানাজানি হয়।