দক্ষিণাঞ্চলের শস্যভান্ডার ও বাতিঘর হিসেবে পরিচিত বরিশাল বিভাগের সাংবাদিকতা ও গণমাধ্যমের ইতিহাস বেশ সমৃদ্ধ। বর্তমানে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ডিজিটাল বা অনলাইন সংবাদমাধ্যমের জনপ্রিয়তা তুঙ্গে। বরিশালের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবাসীরা—সবাই এখন নিজ এলাকার সর্বশেষ খবর মুহূর্তের মধ্যে জানতে অনলাইন নিউজ পোর্টালগুলোর ওপর নির্ভর করেন।
বরিশালের সংবাদ মাধ্যমগুলো মূলত আঞ্চলিক সমস্যা, সম্ভাবনা, রাজনীতি, এবং বিশেষ করে অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির খবর দ্রুততম সময়ে পাঠকের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশনে বেশ কিছু পোর্টাল ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে। কেউ ফোকাস করছেন অপরাধ জগতের খবরে, কেউবা সাধারণ মানুষের দুর্ভোগ ও ব্রেকিং নিউজে।
নিচে বরিশাল অঞ্চলের এমনই কিছু শীর্ষস্থানীয় এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদপত্রের তালিকা, তাদের সম্পাদক এবং মূল স্লোগান বা বিশেষত্ব তুলে ধরা হলো। যারা বরিশালের নির্ভরযোগ্য খবরের উৎস খুঁজছেন, তাদের জন্য এই তালিকাটি একটি গাইডলাইন হিসেবে কাজ করবে।
বরিশালের নিউজ পোর্টাল তালিকা
| ক্রমিক নং | নিউজ পোর্টালের নাম | সম্পাদকের নাম | স্লোগান ও বিশেষত্ব |
|---|
| ০১ | বিডি ক্রাইম ২৪ | রিপন হাওলাদার | সত্যের পথে সারাক্ষণ। |
| ০২ | বরিশাল পোস্ট | মজিবর রহমান নাহিদ | বরিশাল ভিত্তিক বিশ্বস্ত অনলাইন সংবাদপত্র। |
| ০৩ | বরিশাল নিউজ | শাহিনা আজমিন | বরিশালের প্রথম অনলাইন নিউজ পোর্টাল। |
| ০৪ | বরিশাল টাইমস | হাসিবুল ইসলাম | নতুন চেতনায় প্রতিক্ষণে। |
| ০৫ | বরিশাল ক্রাইম নিউজ | খন্দকার রাকিব | অন্যায়ের বিরুদ্ধে আমরা। |
| ০৬ | বরিশাল ক্রাইম ট্রেস | হাফিজুর রহমান | অপরাধ সন্ধানে সারাক্ষণ। |
| ০৭ | বরিশাল সংবাদ | এসএন পলাশ | সত্যের সন্ধানে প্রতিদিন। |
| ০৮ | ক্রাইম জোন ২৪ | রিপন হাওলাদার | নির্ভরযোগ্য বাংলা অনলাইন সংবাদপত্র। |
উপরোক্ত নিউজপোর্টালগুলো বরিশালের সর্বাধিক খোঁজকৃত নিউজপোর্টালগুলো। উপরোক্ত তালিকা ছাড়াও বরিশালে আরও বেশ কিছু নিউজ পোর্টাল রয়েছে যারা নিয়মিত সংবাদ প্রকাশ করে থাকে।