বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক সংলগ্ন ডিসি লেকের পাড়ে দেয়াল নির্মাণ ঠেকাতে জনস্বার্থে মামলা করেছেন জেলা (দক্ষিণ) যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ খান বাবলু।
তিনি বাদী হয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার পর আদালতের বিচারক সাদিক আহমেদ বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাজীব।
দেয়াল নির্মাণে জড়িত অজ্ঞাত নির্দেশদাতা, ঠিকাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডিসি লেকের পাশে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় পথচারীরা ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি লেকের মাছ চুরি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগও রয়েছে। এসব কারণেই নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে একটি সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে।
তবে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা এই উদ্যোগের বিরোধিতা করেছেন। তাদের অভিযোগ, কংক্রিটের দেয়াল নির্মিত হলে লেকের প্রাকৃতিক সৌন্দর্য ও উন্মুক্ত পরিবেশ নষ্ট হবে। তাদের মতে, একমাত্র উন্মুক্ত ডিসি লেক বরিশাল শহরের “ফুসফুস” হিসেবে পরিচিত। প্রাচীর নির্মাণের ফলে সাধারণ মানুষ খোলা বাতাস, হাঁটার জায়গা ও প্রাকৃতিক পরিবেশ থেকে বঞ্চিত হবেন।
তাদের মতে, নিয়মিত পরিচর্যা ও পাহারার ব্যবস্থা বাড়িয়ে লেকের পরিবেশ এবং নিরাপত্তা—উভয়ই নিশ্চিত করা সম্ভব।
এর আগে, লেকের সৌন্দর্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার দাবিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন একাধিকবার কর্মসূচি পালন করেছে।