অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সর্বত্র প্রস্তুতি রয়েছে, আমরা যেকোনো ধরনের সংকটের মুখোমুখি হতে পারি, কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে বন্যার কারণে মানুষের ক্ষতি না হয়।’
শেখ হাসিনা বলেন, পাহাড়ি বা হাওর এলাকা বা দেশের উঁচু জায়গার বন্যার পানি ধীরে ধীরে নিচু এলাকায় নেমে আসবে। আগস্টের শেষের দিকে বন্যার পানি ধীরে ধীরে মধ্যম এবং দেশের নিম্ন অংশে নেমে আসবে, যার ফলে ব্যাপক বন্যার সৃষ্টি হবে।
এটিকে বন্যার প্রাকৃতিক নিয়ম হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যা কিছু আশীর্বাদও নিয়ে আসে। এটি প্রাকৃতিকভাবে জমির উর্বরতা এবং ভূগর্ভস্থ পানি রিচার্জ করতেও সাহায্য করে।’
প্রতিবার বন্যার পর দেশের খাদ্য উৎপাদন ভালো হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে বন্যা মানুষের ক্ষতি না করে এবং আমরা এই বিষয়ে অত্যন্ত সচেতন।