• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রকৌশলী যুবকের মানবাধিকার শিকল বন্দি

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০১৭, ১৬:৪৪ অপরাহ্ণ
প্রকৌশলী যুবকের মানবাধিকার শিকল বন্দি

নিজস্ব প্রতিবেদক ॥ শিকল বন্দি প্রকৌশলী যুবকের মানবাধিকার লঙ্ঘন বন্ধে দেখা নেই মানবাধিকার সংগঠন গুলোর। দারিদ্রতার কষাঘাত ও অন্ধকার কুঠুরীতে শিকলবন্দি রেদোয়ানের শারীরিক ভগ্নদশা থেকে মুক্তি দিতে পাশে নেই বরিশাল জেলা সিভিল সার্জন দপ্তরও। বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার বললেন, বিষয়টি জানা নেই; পত্রিকায় খবর প্রকাশিত হলে খতিয়ে দেখে ব্যাবস্থা নেয়া হবে। সূত্রে জানা গেছে, নগরীর কাশিপুর পোষ্ট অফিস বাজার সংলগ্ন ফাইজার বাড়িতে বাথরুমের মধ্যে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে রেদোয়ানকে মানসিক রোগী দাবি করে। তাকে দেখভাল করার একমাত্র ভাই সেও প্রতিবন্ধী। বাথরুমটির দেয়াল কেটে প্লেট ঢোকানোর মতো জায়গা তৈরী করে দেয়া হয় খাবার দেয়ার জন্য। চিকিৎসা আর খাবারের অভাবে প্রতিনিয়ত মৃত্যুকে বরণ করা এ যবুকের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা সভাপতির ০১৭৭১১৭৭৭৭৭ নাম্বারে একাধিকবার ফোন করেও পাওয়া সম্ভব হয়নি। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ কাজি মিরাজ এ ব্যাপারে বলেন, শিকল বন্দি অবস্থা কোনভাবেই ন্যায় কাজ নয়। কারণ এটি ব্যক্তির মানষিক স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্থ করে এবং মানবাধিকারের সুষ্পষ্ট লঙ্ঘন যা ফৌজদারি অপরাধও বটে। এসময় তিনি আরো বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি এবং যথাযথ ব্যাবস্থা গ্রহণে সচেষ্ট রয়েছি। ভুক্তভোগী যুবক রেদোয়ানের ব্যাপারে স্থানীয় একাধিকসূত্র জানায়, তার বাবা একজন সরকারি চাকুরে ছিলেন। তিনি ও তার স্ত্রী মারা গেছেন কয়েক বছর আগে। জীবিত থাকাকালীন সময়ে তাদের সন্তান রেদোয়ানকে ঢাকায় পড়ালেখা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ায় এবং পড়াশুনা শেষ করার একপর্যায়ে তার মানষিক ভারসাম্য অবস্থা দেখা দিলে চিকিৎসাধীন রাখা হয়। কিন্তু তাদের মৃত্যুর পর তার ভাইয়েরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সুস্থ্য করার জন্য। অন্ধকার ও স্যাতস্যাতে বাথরুমে শিকল বন্ধি না রেখে শেবাচিম হাসপাতালে কেন চিকিৎসাধীন রাখা হচ্ছেনা এ ব্যাপারে সূত্র আরো জানায় হাসপাতাল কর্তৃপক্ষ রাখতে চায়না এবং বাইরে থাকলে বিভিন্ন ধরণের দুর্ঘটনা ঘটায় তাই তাকে শিকলবন্দি করা হয়েছে। এদিকে বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন বলেন, সরকারি পর্যাপ্ত চিকিৎসা সুবিধা বর্তমান রয়েছে তাই আগে প্রশাসন তাকে উদ্ধার করলে আমরা তাকে যথাযথ চিকিৎসা দিতে সমর্থ হবো।