• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সংক্রমনের হার ৫৫ শতাংশ : চলছে কঠোর লকডাউন

পিরোজপুরে গত ২৪ ঘন্টায় হয়নি করোনা পরিক্ষা

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৩, ২০২১, ১৮:২৪ অপরাহ্ণ
পিরোজপুরে গত ২৪ ঘন্টায় হয়নি করোনা পরিক্ষা

পিরোজপুর প্রতিনিধি ॥ লকডাউনের তৃতীয় দিনে পিরোজপুরে চলছে কঠোর লকডাউন। আজ শনিবার সকাল থেকে পিরোজপুর শহরের বিভিন্ন জনবহুল জায়গাগুলোতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী।

 

সংকটময় মুহূর্তেও প্যাথলজিতে টেশনিশিয়ানের সংকট থাকায় শুক্রবারে করোনার র‌্যাপডি এন্টিজেন পরিক্ষা করা সম্ভব হয়নি তাই গত ২৪ ঘন্টায় মাত্র ৩ জনকে পজেটিভ পাওয়া গেছে। গত ৪৮ ঘন্টায় ৫৯ জন করোনা পজেটিভ পাওয়া গেছে এবং জেলা হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি রয়েছেন।

 

জেলায় মোট সংক্রমনের হার ৫৫ শতাংশ বলে জানান সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইফসুফ জাকী। এদিকে দুপুর ১২টায় শেখ হাসিনা ক্যান্টলমেন্টের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান পিরোজপুর শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান উপস্থিত ছিলেন। পিরোজপুর শহর সহ জেলার বিভিন্ন উপজেলায় চলছে কঠোর লকডাউন।

 

জেলা স্বাস্থ্য বিভাগের মতে, জেলাতে ১০ হাজার স্যাম্পল পরিক্ষা করে ২ হাজার ৩ শত ৩১ জন পজেটিভ হয়েছে। এদের মধ্যে ৪০ জন মারা গেছে এবং ১ হাজার ৬ শত ৮৪ জন সুস্থ্য হয়েছে।

 

সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইফসুফ জাকী জানান, প্যাথলজিতে টেশনিশিয়ানের সংকট থাকায় শুক্রবারে করোনার র‌্যাপডি এন্টিজেন পরিক্ষা করা সম্ভব হয়নি তাই গত ২৪ ঘন্টায় মাত্র ৩ জনকে পজেটিভ পাওয়া গেছে।

 

জেলা হাসপাতালে রয়েছে ডাক্তার সংকট যেখানে ৩৩ জন ডাক্তার থাকার কথা সেখানে মাত্র ৪/৫ জন ডাক্তার রয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স থেকে ধার করে মোট ১১ জন ডাক্তার দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। টেশনিশিয়ার সমস্যার কারনে কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

 

জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, সকাল থেকেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার মাঠে থেকে যৌথ ভাবে কাজ করে যাচ্ছে। সকল দোকানপাট বন্ধ রয়েছে বিনা প্রয়োজনে কেউ রাস্তায় থাকলে মোবাইল কোর্টেও মাধ্যমে আইনানুক ব্যবস্থা নেয় হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা চলমান রয়েছে।