• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিখোঁজ সাদ্দামের সন্ধানে পরিবার

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২১, ২০:৩২ অপরাহ্ণ
নিখোঁজ সাদ্দামের সন্ধানে পরিবার

বিডি ক্রাইম ডেস্ক ॥ বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার সাদ্দামের সন্ধান চায় পরিবার।

নিখোঁজ সাদ্দাম বরিশাল কোতয়ালী মডেল থানাধীন আমানতগঞ্জ, রাজমিয়ার বাড়ির এলাকার নূর মোহাম্মদ’র ছেলে। সূত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী সাদ্দাম গত ৬ নভেম্বর হারিয়ে যায়। হারানোর সময় সে পাঞ্জাবী পরিহিত ছিল।

ইতিমধ্যেই সাদ্দামের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার বিষয়টি বরিশাল কোতায়ালী মডেল থানা পুলিশ কে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

নিখোঁজ সাদ্দামের কোন সন্ধান পাওয়া গেলে, বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ অথবা তার পরিবারের স্বজনদের কাছে জানানোর জন্য পুলিশ ও পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।