• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে পুলিশের ভুয়া আইডি কার্ড দেখিয়ে ডাকাতি করতেন রিয়াজ

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৫, ১৭:৩৪ অপরাহ্ণ
নলছিটিতে পুলিশের ভুয়া আইডি কার্ড দেখিয়ে ডাকাতি করতেন রিয়াজ

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠির নলছিটিতে পুলিশের ভুয়া আইডি কার্ডসহ দুইটি ডাকাতি মামলাসহ ৫ টি মামলার আসামী রিয়াজ হোসেন ওরফে রিয়াজুল (৩৪)নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর ) বিকেলে দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

গ্রেপ্তার রিয়াজ হোসেন উত্তর জুরকাঠি এলাকার আবুল হোসেন হাওলাদারের ছেলে।

নলছিটি থানার ওসি জানান,আসামি রিয়াজের বিরুদ্ধে দুইটি ডাকাতি মামলাসহ মোট ৫ টি মামলা রয়েছে। গতকাল বিকেলে তাকে তার নিজ এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়।এসময় তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড ও স্টিক উদ্ধার করা হয়।তিনি ওই আইডি কার্ড দেখিয়ে ডাকাতি করতেন। তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।