• ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নচিকেতার কণ্ঠে ‘বঙ্গবন্ধুর বন্দনা’

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০১৯, ১১:৫৭ পূর্বাহ্ণ
নচিকেতার কণ্ঠে ‘বঙ্গবন্ধুর বন্দনা’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে নিয়ে গাইলেন জীবনমুখী গানের কিংবদন্তি সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।

বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির/হাজার বছর ধরে/বঙ্গবন্ধু তুমি ভোরের সূর্য উঠুক পৃথিবী জুড়ে- নচিকেতার জন্য এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং। সুর করেছেন যাদু রিছিল। সঙ্গীতায়োজনে মুশফিক লিটু।

এ গান প্রসঙ্গে সঙ্গীতায়োজক মুশফিক লিটু বলেন, ‘মিউজিক ট্র্যাক বেশ কিছুদিন আগেই প্রস্তুত করে রেখেছিলাম। কিন্তু হুট করেই শনিবার (৩১ আগস্ট) কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে গানটি রেকর্ডিংয়ের সময় চূড়ান্ত করা হয়। যে কারণে আমি যেতে পারিনি, মিউজিক ট্র্যাক পাঠিয়ে দিয়েছি। আর নচিকেতার সঙ্গে কাজ করেছি, এজন্য নিজের মধ্যে বাড়তি ভালোলাগা কাজ করছে।’

গীতিকার সুজন হাজং বলেন, ‘বঙ্গবন্ধুর কথা উপস্থাপন করেছি যেন নতুন প্রজন্ম তার সঠিক ইতিহাস জানতে আগ্রহী হয়। আর এই গানটি ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ শিরোনামের অ্যালবামে থাকছে। এতে আরও কণ্ঠ দিচ্ছেন ফাহমিদা নবী, শুভমিতা (ভারত), আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভুটান), ডেভিড (শ্রীলঙ্কা) ও শালাবি (মালদ্বীপ)।