• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নগরীর সারস্বত বালিকা বিদ্যালয়ে চুরি, নৈশ্য প্রহরী আটক

admin
প্রকাশিত জুলাই ২, ২০১৯, ১৬:৪৩ অপরাহ্ণ
নগরীর সারস্বত বালিকা বিদ্যালয়ে চুরি, নৈশ্য প্রহরী আটক

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরের কালিবাড়ি রোডস্থ জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষেচুরির ঘটনা ঘটেছে। তবে এতে কিছু বিল ভাউচার ছাড়া অন্য কোন মালামালাখোয়া যাওয়ার খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০ টার দিকে ওই কক্ষের তালা খুলতে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ থানা পুলিশকে অবহিত করে। পরে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নৈশ্য প্রহরী বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম জানান, সকালে বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষের তালা খুলতে গিয়ে কর্মচারী রাশেদ তা আগে থেকেই খোলা দেখতে পান। এরপর তিনি বিষয়টি অফিস সহায়ক সন্ধ্যা রানী চক্রবর্তীকে জানালে তিনি আমাদের জানান। তাৎক্ষনিক কোতোয়ালি থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি নাইট গার্ড বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

তিনি বলেন, ২/১ দিনের মধ্যেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা হওয়ার কথা। সে অনুযায়ী কিছু বিল ভাইচার রেডি করা হচ্ছিলো। দূর্বৃত্তরা শিক্ষকদের রুমের তালা খুলে সে ভাউচারগুলো নিয়ে গেছে, আর কোন মালামাল খোয়া গেছে কিনা তার অনুসন্ধান চলছে।

পাশাপাশি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থাও গ্রহন করা হবে বলেও জানান তিনি।