• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নগরীতে লাকি গার্মেন্টসের আড়ালে ফেন্সিডিলের ব্যবসায়ী হিরু আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮, ১৪:২২ অপরাহ্ণ
নগরীতে লাকি গার্মেন্টসের  আড়ালে ফেন্সিডিলের  ব্যবসায়ী হিরু আটক

নিজস্ব প্রতিবেদ।।
নগরীর প্রানকেন্দ্রের গির্জা মহল্লায় লাকি গার্মেন্টস ও লাকি জুয়েলার্সের আড়ালে দীর্ঘদিন যাবত চালিয়ে আসছিলো ফেন্সিডিলের ব্যবসা। আজ বুধবার সন্ধ্যায় ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসেনসহ তার সঙ্গীয় ফোর্সের অভিযানে উদ্দার হয় বিপুল পরিমাণ ফেন্সিডিল ও আটক করা হয় লাল মিয়ার ছেলে খালিদ হাসান হিরুকে । এসময় এস আই দেলোয়ার জানান গোপন সূত্রে জানতে পারি লাকি গার্মেন্টসে ফেন্সিডিলের বিকিকিনি চলছে, যার পরিচালনায় লাল মিয়ার ছেলে খালিদ হাসান হিরু(৩০)। হিরু দীর্ঘদিন যাবত সু কৌশলে ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে আসছিলেন লাকি গার্মেন্টসের ক্যাশের নিচ থেকে উ্দ্দার করা হয় বিপুল পরিমাণ ফেন্সিডিল ।