নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড কাউন্সিল মো: হাবিবুর রহমান টিপুর কার্যালয় চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে বলে যানান টিপু কাউন্সিলর। ঘটনা স্থল পরিদর্শন করে কোতয়ালি থানার ওসি তদন্ত আসাদুজ্জামান, এস আই মাইনুল ও ডিবির এস আই হেলাল। কাউন্সিলর টিপু যানান আজ রবিবার তার ব্যাক্তিগত সচিব সকাল ৯ টার দিকে অফিস খুলে দেখে অফিসের ভিতরের আসবাবপত্র সব এলোমেলো। টিপু আরও জানান তার আলমারিতে থাকা নগদ ১৫/২০ টাকা ও জরুরি কাগজপত্র চুরি হয়েছে, এ ব্যাপারে চুরি মামলার পস্তুুতি চলছে