• ৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দুর্গাপূজাকে ঘিরে বরিশালে নির্বাচনী প্রচারণা

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫, ১৬:৫৮ অপরাহ্ণ
দুর্গাপূজাকে ঘিরে বরিশালে নির্বাচনী প্রচারণা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ সনাতন ধর্মাবোলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে বরিশাল জেলার ৬২৫টি পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারনায় ব্যস্ত ছিলেন মনোনয়ন প্রত্যাশী নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতাদের পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সনাতন ধর্মের ভোটারদের আকৃষ্ট করার পাশাপাশি দলের মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতারা ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়েছেন।

তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের দলীয় মনোনয়ন চূড়ান্ত হলেও তারাও বসেছিলেন না। জামায়াতের নেতারা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে বৈঠক করে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

এছাড়া ইতিপূর্বে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করলেও দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক তৎপর ছিলেন।

গত রবিবার দুর্গাপূজা শুরুর পর থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকার প্রায় প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবোলম্বী নারী-পুরুষদের সাথে মতবিনিময় করে দলীয় প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগীয় শহর বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির অসংখ্য নেতারা মনোনয়ন প্রত্যাশী হলেও শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবোলম্বীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

পাশাপাশি বিভিন্ন দুর্গা মন্ডপ পরিদর্শন করে মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিয়ে মতবিনিময় করেছেন মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। হিন্দু সম্প্রদায়ের মানুষরাও তাকে (রহমাতুল্লাহ) কাছে পেয়ে ব্যাপক খুশি।

অপর মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন তার কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

এর মধ্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান তার ব্যক্তিগত অর্থায়নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন দুর্গা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন।

মণ্ডপ পরিদর্শনকালে তিনি (সোবহান) মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবোলম্বী নারী-পুরুষদের কাছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন। পাশাপাশি মতবিনিময় সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় সবাইকে ভোট দেওয়ার জন্য আহবান করেন।

এ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক লায়ন আক্তার সেন্টু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে হিন্দু নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মনোনয়ন প্রত্যাশী বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপি নেতা ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ ও সাবেক চারবারের সাংসদ মোশাররফ হোসেন মঙ্গুর কন্যা প্রফেসর ডাক্তার জাহানারা লাইজু।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবোলম্বীদের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন-বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ আবুল হোসেন খান এবং অপর মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন।