বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ আইডিইবি জেলা শাখাসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৫ সেপ্টেম্বর ঢাকার কাকরাইল’র আইডিইবি ভবনের কাউন্সিল হলে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আইডিইবি‘র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন, কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মোঃ আখেরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন। এছাড়াও সভায় গুরুত্বপূর্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, বরিশাল জেলা আইডিইবি এবং বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সভাপতি ইঞ্জি: মো: মাহফুজুল আলম মিঠু।