• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে যুবদলের সাধারন সম্পাদক ৩ দিন ধরে নিখোঁজ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৭, ১৩:০১ অপরাহ্ণ
ঝালকাঠিতে যুবদলের সাধারন সম্পাদক ৩ দিন ধরে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক বিশ্বাস ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ১১ ডিসেম্বর সকাল ৭টায় নুরুল্লাপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। এ ঘটনায় মঙ্গলবার সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের বোন পারভীন আক্তার কমলা। জিডিতে তিনি উল্লেখ করেন, পোনাবালিয়া বাজারের পোল্ট্রি ব্যবসায়ী আ. রাজ্জাক বিশ্বাস ১১ ডিসেম্বর (সোমবার) সকাল ৭টার দিকে দোকানে যাওয়ার উদ্যেশে বাসা থেকে বের হন। দুপুরে দোকানে গিয়ে দেখা যায় দোকানটি তালাবদ্ধ। এরপর তার ব্যবহৃত ফোন নম্বরে কল দিলে সেটিও বন্ধ পাওয়া যায়। রাজ্জাক বিশ্বাসের ছোটভাই মামুন বিশ্বাস বলেন, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি। কিন্তু কোথাও কোনো সন্ধান পাচ্ছি না। সদর থানার এএসআই আহসাব জানান, জিডির প্রেক্ষিতে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। তার মোবাইল নম্বরও ট্র্যাকিং চলছে। এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।