শফিক বাবু ॥ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, ওই দিন এই দুটি পাবলিক পরীক্ষার ফল একযোগে প্রকাশ হবে। ৩০ ডিসেম্বর সকালে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী। পরে সচিবালয়ের সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানানো হবে। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। শিক্ষামন্ত্রী আরও জানান, ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী ২০১৮ সালের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচিও উদ্বোধন করবেন। এদিকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। গণশিক্ষা মন্ত্রণায়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশ করতে চান তারা।